Dubai

আমার ভাগ্নে কাজে ঢুকেছে বছর তিনেক হল। শুরু থেকেই দেখি, ওদের কাজে খুব চাপ। তবে, সারা বছরের সেই চাপের খেসারত হিসেবে কোম্পানীর তরফ থেকে পুজো আর দিওয়ালীতে জোটে অনেক উপহার। তবে, বছর দুই আগে কোম্পানির আশাতীত সাফল্যের জন্যে, সেই উপহারের জায়গা নিয়েছিল – একটা ফ্রি দুবাই ট্রিপ।

কোম্পানী থেকে কি ব্যবস্থা করবে, তার বিশেষ আন্দাজ করা যায়নি। তারা সব দায়িত্ব ছেড়ে দিয়েছিল কোনও এক ট্যুর অপারেটরকে। মাত্র তিন দিনের বিজনেস ট্রিপে বেশি এদিক-ওদিক করার জায়গা থাকেনা। তাছাড়া, কোম্পানীর দলবল ছেড়ে বিদেশবিভূঁই-এ ভাগ্নেকে বেশী একা ঘোরার সাজেশনটা দেওয়াও উচিত মনে হয়নি। যাবার মাসদুয়েক আগে, ট্যুর অপারেটর পাসপোর্ট আর ফরেন এক্সচেঞ্জ-এর কাজগুলো সেরে দিল। তারপর একেবারে যাবার দিনে, সময়মত ভাগ্নেকে দমদমে ছেড়ে এলাম। কোম্পানীর সহকর্মীদের সাথে ভাগ্নে চলল – দুবাই; নিজের প্রথম বিদেশ ভ্রমণে, প্রথম বিমান যাত্রায়, প্রথম বাড়ির লোকজন ছাড়া একাই।

তাই, দুবাই ঘোরার পর আমার হাতে যা ফিরে এল, তা হল ওর ওখানকার ঘুরে দেখা জায়গাগুলোর দারুণ দারুণ ছবি।

বুর্জ আল আরবঃ

বুর্জ খলিফাঃ

আল নুর মসজিদঃ

দুবাই অ্যাকোয়ারিয়ামঃ

দুবাই ফ্রেমঃ

মরুভূমি সাফারিঃ

আটলান্টিস দি পামঃ

ফেরারি মিউজিয়ামঃ

দুবাই ফাউন্টেনঃ

.

.

.